জব্দ করা সোনার বারের মূল্য ২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার গোলাপরায় গ্রামের বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৫), ব্রাহ্মনবাড়িয়া জেলার মাঝিয়ারা গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫০) এবং ঢাকার গেন্ডারিয়া থানার সোভল দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনার বার ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা যশোরের বাহাদুরপুর বাজারে বেনাপোলগামী ফেম পরিবহনে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি ওজনের ৩২ পিস সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছ। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির কাছে দেয়া স্বীকারোক্তিতে আটকৃতরা জানায়, বার প্রতি ৩ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে ফেম পরিবহনের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে।
সোনার বারের মূল মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিজিবি।